বরফের চাঁই নিয়ে খেলায় মশগুল হিমালয়ান ব্ল্যাক বিয়ার - শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক
🎬 Watch Now: Feature Video
প্রবল গরমে ওষ্ঠাগত প্রাণ ৷ একই অবস্থা শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের চার হিমালয়ান ব্ল্যাক বিয়ারের ৷ তাদের স্বস্তি দিতে তাদের এনক্লোজারে রাখা হল বরফের চাঁই ৷ আর গরমের হাত থেকে রেহাই পেয়ে সেই বরফের চাঁই নিয়েই নিজের মতো খেলায় মশগুল চার বিয়ার ৷ আবহওয়া দপ্তরের খবর অনুযায়ী এই গরমের দাপট চলবে আরও কিছুদিন ৷ তাই গরমে নাজেহাল হয়ে যাওয়া বিয়ারদের কিছুটা স্বস্তি দিতে চিকিৎসকদের পরামর্শ মেনেই এই বরফের চাঁইয়ের ব্যবস্থা করেছে সাফারি কতৃপক্ষ ৷ গরম না কমা পর্যন্ত এই ব্যবস্থা জারি থাকবে ৷