সামাজিক দূরত্ব ভুলে ভিড় মল্লিকবাজার ফুল বাজারে - Heavy crowd in Mallikbazar flower market
🎬 Watch Now: Feature Video
একই দিনে পড়েছে বাঙালির দুটি পার্বণ । মহালয়া ও বিশ্বকর্মা পুজো । ভোরবেলা থেকেই গঙ্গার ঘাটে ঘাটে পিতৃতর্পণ করেছে মানুষ । COVID-19-এর স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা নিয়ে তর্পণে কড়া নজরদারি দেখা গেছে । কিন্তু, অপরদিকে গঙ্গাতীরের মল্লিকঘাটের ঠিক পাশেই গড়ে ওঠা এশিয়ায় বৃহত্তম ফুলের বাজার নজরে এলে অন্য চিত্র । দেখা গেল, দুটি পার্বণ উপলক্ষ্যে ফুল কিনতে আসা মানুষের থিকথিকে ভিড় ।