মত্ত প্রধান শিক্ষক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ক্ষমা প্রার্থনার ভিডিয়ো - ভাইরাল
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5964292-698-5964292-1580888922047.jpg)
পূর্ব মেদিনীপুরের পটাশপুর 1 নম্বর ব্লকের গোপালপুর পঞ্চায়েতের খিদিরপুর প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মত্ত হয়ে স্কুলে আসার অভিযোগ উঠল । খবর পেয়ে অভিভাবকেরা স্কুলে গিয়ে ওই শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখায় । পটাশপুর থানার ওসি রাজকুমার দেবনাথ জানিয়েছেন, ব্লক উন্নয়ন আধিকারিকের নির্দেশ মেনে আমরা স্কুলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি, কিন্তু অভিভাবকেরা শিক্ষকের বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ না জানানোয় তাকে আমরা সতর্ক করে ছেড়ে দিতে বাধ্য হই । প্রধান শিক্ষক সূর্যকান্ত মন্ডল অবশ্য স্কুলের সামনেই অভিভাবকদের কাছে করজোড়ে ‘‘ভুল হয়ে গিয়েছে, আর হবে না’’ বলে জানিয়েছেন।