মল্লারপুরে গাছ থেকে উদ্ধার নাবালক-নাবালিকার ঝুলন্ত মৃতদেহ - মল্লারপুর থানা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9161672-thumbnail-3x2-bhrm.jpg)
গাছ থেকে নাবালক-নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল বীরভূমের মল্লারপুর থানার তালোয়া গ্রামে । মৃতদের নাম শুভ বাউড়ি ও সুমি বায়েন । মৃত সুমি বায়েনের কপালে সিঁদুর ছিল । পুলিশের প্রাথমিক অনুমান, প্রণয়ঘটিত কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তারা । মল্লারপুর থানার পুলিশ মৃতদেহ দু'টি উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।