কেন্দ্রীয় দলের পাহাড়ে উপস্থিতি নিয়ে বিভ্রান্তিতে অনিত থাপা - Cluster Zone
🎬 Watch Now: Feature Video
পাহাড় কোরোনামুক্ত ৷ তবুও কেন কেন্দ্রীয় দল পরিদর্শনে এল, তা নিয়ে বিভ্রান্ত GTA প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিত থাপা ৷ উত্তরবঙ্গের তিন জেলা ক্লাস্টার জোনের অন্তর্ভুক্ত । দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় কোরোনার বিরুদ্ধে দিনরাত লড়ছেন চিকিৎসকেরা । সেখানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে । এই পরিস্থিতিতে কলকাতার পাশাপাশি শিলিগুড়িতেও গতকাল বিকেলে এসে পৌঁছেছে ৫ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল । দলে রয়েছেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত সচিব বিনীত জোশী ৷ এছাড়া অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব হাইজিনের অধ্যাপক শিবানি দত্ত, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির উপদেষ্টা ব্রিগেডিয়ার অজয় গাঙ্গোয়ার, কনজ়িউমার আফেয়ার্সের ডিরেক্টর ধর্মেশ মাকওয়ানা, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সহকারী সচিব এন বি মনিও এসেছেন রাজ্যে । আপাতত তাঁরা রানিডাঙায় SSB কার্যালয়ে রয়েছেন । আজ তাঁদের বিভিন্ন এলাকা পরিদর্শনে যাওয়ার কথা ।