সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল - জগদীপ ধনকড়
🎬 Watch Now: Feature Video
বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ সকালে তিনি প্রথমে বর্ধমানে আসার পর দু'নম্বর জাতীয় সড়ক ধরে 108 শিব মন্দিরে যান। সেখানে আধঘণ্টা ধরে পুজো দেন তিনি। পরে সেখান থেকে হেঁটে মন্দিরের গেটে যান। তিনি বলেন,"পশ্চিমবঙ্গে শান্তি বিরাজ করুক, আমি সেই প্রার্থনা করেছি" ।