রামভজনের পর এবার যোগপ্রেম , অন্যরূপে গৌতম দেব - yoga
🎬 Watch Now: Feature Video
রামভজনের এবার যোগপ্রেম মন্ত্রী গৌতম দেবের । মন্ত্রীর বক্তব্য, যোগাসনের পেটেন্ট কারও নয় । জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধি যোগাসন করতেন । তাঁর যোগপ্রীতির অন্য অর্থ খোঁজা অর্থহীন । দিন কয়েক আগেই গৌতম দেব জানিয়েছিলেন, বাড়িতে রামধন ভজন শিখছেন তিনি । প্রয়োজনে ঘরে বাইরে গাইবেন। দেশজুড়ে যোগ-ব্যায়ামের প্রচার করেছিলেন নরেন্দ্র মোদি । তাঁর উদ্যোগেই 21 জুন বিশ্ব যোগ দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে । BJP তাই কটাক্ষ করে বলছে, মোদির প্রতি আস্থা রয়েছে বলেই রামভজন ও যোগাসনে আস্থা রাখছেন গৌতম দেব ।