রাজীবের মিছিলে 'গো ব্যাক' স্লোগান - রাজীব বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10715434-thumbnail-3x2-rrrr.jpg)
রাজীব বন্দ্যোপাধ্যায়ের মিছিলে 'গো ব্যাক' স্লোগান । অভিযোগের তির শাসকদলের দিকে । আজ ডোমজুর বিধানসভা কেন্দ্রে প্রচারে যান বিজেপি নেতা । হাওড়ার নারনা এলাকা থেকে ব়্যালি শুরু হয় রাজীবের । কিছু দূর এগোনোর পর ওই মিছিলে গো ব্যাক স্লোগান ওঠে । পাশাপাশি 'গদ্দার' বলেও উল্লেখ করা হয় । এই ঘটনায় মিছিলে উপস্থিত বিজেপি কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন । পরে দলের তরফে পরিস্থিতি সামলানো হয় ।