দার্জিলিঙের ম্যাল, মহাকাল মার্কেট এবং চৌরাস্তা স্যানিটাইজ় করালেন গুরুং - Bimal Gurung sanitizes Darjeeling Mall
🎬 Watch Now: Feature Video
দার্জিলিঙে করোনা পরিস্থিতির মোকাবিলায় ময়দানে নামলেন মোর্চা নেতা বিমল গুরুং । দার্জিলিং জেলাতে হুহু করে বাড়ছে সংক্রমনের সংখ্যা । এই পরিস্থিতিকে মাথায় রেখে এবার ময়দানে নামলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং । গত কয়েকদিন থেকে দার্জিলিংয়ের বিভিন্ন এলাকাতে নিজে রাস্তায় নেমে স্যানিটাইজেশন করার পাশাপাশি মানুষকে সচেতন করছেন । বিতরণ করছেন মাস্ক । শনিবার দার্জিলিঙের ম্যাল, মহাকাল মার্কেট এবং চৌরাস্তা স্যানিটাইজ় করেন তিনি ।