Courts Verdict on Acid Attack : 17 বছর পর অ্যাসিড হামলার রায়, জেল ও জরিমানা 4 অভিযুক্তের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 22, 2021, 10:40 PM IST

অবশেষে 17 বছর পর অ্যাসিড ছুড়ে খুনের মামলায় সাজা ঘোষণা করল ঘাটাল আদালত (Ghatal Courts Verdict on 2004 Acid Attack)। 2004 সালের 22 জানুয়ারি ভোর সাড়ে চারটেয় পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার বড় শিমুলিয়া গ্রামের বাসিন্দা রতন সামন্তকে পারিবারিক বিবাদের জেরে অ্যাসিড ছোড়েন প্রতিবেশী চারজন । তাতে গুরুতর জখম হয়ে প্রথমে দাসপুর গ্রামীণ হাসপাতাল তারপরে ঘাটাল (ghatal news) ও কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করলেও প্রায় কুড়ি দিন পর মারা যান রতনবাবু ৷ 2005 সালে 18 নভেম্বর পুলিশ ভারতীয় দণ্ডবিধি 326, 308, 304 ও 34 নম্বর ধারায় নন্দ সামন্ত ও তার স্ত্রী শ্যামলী সামন্ত, স্বদেশ সামন্ত ও তার স্ত্রী নমিতা সামন্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয় ৷ অবশেষে আজ বিচারক সঞ্জয় কুমার শর্মার এজলাসে ঘাটাল মহকুমা আদালত নন্দ সামন্ত, শ্যামলী সামন্ত, নমিতা সামন্ত ও স্বদেশ সামন্তর জেল ও জরিমানার সাজা ঘোষণা করে । 17 বছর পর এই রায়ে খুশি রতন সামন্তর পরিবার ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.