ভেঙে পড়ল গ্রাম, শেষ শয়ানে রাজেশ - Birbhum news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7687072-thumbnail-3x2-abc.jpg)
শহিদ রাজেশ ওরাং অমর রহে...। ভিড় যত বাড়ছিল, জোরাল হচ্ছিল এই স্লোগান। রাত থেকেই আশপাশের অনেক মানুষ শেষ দেখা দেখতে এসেছিল। সেনা কনভয়ে দেহ যখন শেষবারের জন্য বেলগড়িয়া গ্রামে পৌঁছায়, ডুকরে উঠেছিল ভিড়টা। চোখের জল, প্রতিবাদ, কান্না, গান স্যালিউটকে পাশ কাটিয়ে রাজেশ যখন আস্তে আস্তে চলে যাচ্ছিল চোখের আড়ালে, স্লোগানটা জোরাল হয়েছিল আরও। শহিদ রাজেশ ওরাং অমর রহে...
Last Updated : Jun 19, 2020, 9:23 PM IST