শব্দবাজি পোড়ানোর প্রতিবাদ, আক্রান্ত অন্তঃসত্ত্বাসহ 4 - শব্দবাজি
🎬 Watch Now: Feature Video
শব্দবাজি পোড়ানোর প্রতিবাদ করায় এক অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার অন্তর্গত দক্ষিণ মোকামবেরিয়া গ্রামের ৷ অভিযুক্ত নবকুমার চৌধুরি, সনৎ সর্দার, স্বপন মণ্ডল তৃণমূলের সমর্থক বলেও জানিয়েছেন আক্রান্ত ঝুম্পা হালদারের পরিবার ৷ ঝুম্পা ছাড়াও তাঁর পরিবারের আরও তিনজন ঘটনায় আহত হয়েছেন ৷