থানায় ঢুকে পুলিশ অফিসারকে চড়, গ্রেপ্তার তৃণমূল নেতা - থানার ভারপ্রাপ্ত অফিসারকে থাপ্পড়
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4950686-thumbnail-3x2-slap.jpg)
মুর্শিদাবাদের সুতি থানার ভারপ্রাপ্ত অফিসারকে চড় ও ধাক্কা মারার অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি ওবাইদুর রহমানের বিরুদ্ধে । গতরাতে পারিবারিক অশান্তির মীমাংসার জন্য সুতি থানার ভেতরেই সালিশি সভা বসাতে যান ওবাইদুর । সেখানে সভা করতে তাঁকে বাধা দেন থানার ভারপ্রাপ্ত অফিসার । তখন ওই অফিসারের উপর চড়াও হন ওবাইদুর । তাঁকে চড় মারার পাশাপাশি ধাক্কা দেন বলে অভিযোগ । সুতি থানার পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ।