ভাঙা হবে বর্ধমান স্টেশনের পুনঃনির্মিত অংশটিও, উঠছে প্রশ্ন - ফ্রেট করিডোর বর্ধমানে
🎬 Watch Now: Feature Video
সম্প্রতি বর্ধমান স্টেশনের একাংশ ভেঙে পড়ার পর দ্রুত তা পুনঃনির্মাণ করা হয় । এবার সেই নতুন করে গড়া অংশটিও ভেঙে ফেলা হবে ৷ দক্ষিণ-পূ্র্ব রেল সূত্রে এই খবর জানা গেছে ৷ ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত ফ্রেট করিডর হবে ৷ সেই কাজের জন্যই বর্ধমান স্টেশনের একাংশ ভাঙা পড়বে । যার মধ্য রয়েছে পুনঃনির্মিত অংশটিও ৷ প্রশ্ন উঠছে, যে অংশ ভাঙা পড়তই, তড়িঘড়ি লাখ লাখ টাকা খরচ করে সেই অংশ কেন সারানো হল ?
Last Updated : Mar 5, 2020, 7:54 AM IST