গুলি ছুড়ে মাকে বিদায় জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে - durga immolation
🎬 Watch Now: Feature Video
পান্তাভাত, কচুশাক, ইলিশ মাছ সহ পাঁচরকম ভাজা নিবেদন করে ও রীতি মেনে বন্দুক থেকে গুলি ছুড়ে মাকে বিদায় জানালেন জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির সদস্যরা ৷ কোরোনা সংক্রমণের জেরে অন্য বছরের মতো এবার ভিড় তেমন একটা ছিল না ৷