দীর্ঘক্ষণ মাছের গাড়ি আটকে রাখার অভিযোগ, বিক্ষোভ ব্যবসায়ীদের - মাছের গাড়ি আটকালো RTO
🎬 Watch Now: Feature Video
গাড়ির বৈধ কাগজ না থাকায় মাছ ভরতি গাড়ি আটকাল হুগলির RTO ৷ মেদিনীপুরের ময়না থেকে হুগলির চূঁচুড়ার আড়তে নিয়ে যাওয়ার সময় ভদ্রেশ্বরের দিল্লি রোডে গাড়িটি আটকানো হয় ৷ গাড়ি আটকানোর প্রতিবাদে ব্যবসায়ীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ তাঁদের অভিযোগ, রাতভর গাড়ি আটকে রাখায় সব মাছ পচতে শুরু করেছে ৷ মাছ ছেড়ে দিতে বলা হলেও ছাড়া হয়নি ৷ অন্যদিকে পণ্য আটকে রাখা হয়নি বলে দাবি RTO-র ৷