শালিমার থেকে বিকানিরে রওনা শ্রমিক স্পেশাল ট্রেনের - রাজ্য সরকার
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7235235-thumbnail-3x2-wb-shalimar.jpg)
শুরু হয়েছে ঘরে ফেরার পালা ৷ আজ শালিমার স্টেশন থেকে প্রথম শ্রমিক স্পেশাল ট্রেন রওনা দিল রাজস্থানের বিকানিরের উদ্দেশ্যে । রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ভিন রাজ্যের যাত্রীদের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয় । ট্রেনে ওঠার আগে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় খাদ্য এবং পানীয় জলের ব্যবস্থাও করা হয় প্রশাসনের তরফে । কুড়ি কোচের ট্রেনে মোট 1608টি সিট থাকলেও মাত্র 40 থেকে 45 শতাংশ যাত্রী নিয়েই রাজস্থানের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি । যাত্রীরা জানান, ‘‘দীর্ঘদিন লকডাউনে আটকে থাকার পর বিনা পয়সায় ঘরে ফিরতে পেরে তাঁরা অত্যন্ত খুশি ।’’ অন্যদিকে রাজ্য সরকারের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, ‘‘এই সরকার মানবিক বলেই যাত্রীদের বিনামূল্য ঘরে ফেরার বন্দোবস্ত করেছে ৷’’