শুভেন্দু বাচ্চা ছেলে, অল্প বয়সেই রাজনীতিটা ছাড়তে হবে : ফিরহাদ - Suvendu Adhikari
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10296132-501-10296132-1611042847388.jpg)
মমতা বন্দ্যোপাধ্যায়কে হাফ লাখ ভোটে হারাবেন বলে চ্যালেঞ্জ ছুড়েছিলেন শুভেন্দু অধিকারী । আজ তা নিয়ে ফিরহাদ হাকিম বলেন, "শুভেন্দু কথা রাখলে ওকে রাজনীতি ছেড়ে দিতে হবে । ও বাচ্চা ছেলে । সাম্প্রদায়িক দলে নাম লিখিয়ে ভুল করেছে । মত পরিবর্তন করতে পারত । হঠাৎ ও যেভাবে ভীষ্মের প্রতিজ্ঞা করে ফেলল, তাতে ওকে রাজনীতিটাই ছেড়ে দিতে হবে । ওঁর সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছি । ও ভুল করছে । কালীদাস হয়ে যে ডালে বসে ছিল, সেই ডালই কেটে ফেলেছে । বিপথে যাচ্ছে । কেন যাচ্ছে, কোন ভয়ে যাচ্ছে, তা জানি না ।"