Firhad Hakim on Kolkata Development : কলকাতার উন্নয়নে মমতার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব, আশ্বাস ফিরহাদের - Latest News on TMC
🎬 Watch Now: Feature Video
‘‘মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার উন্নয়নে যে নির্দেশ দিয়েছেন, তা অক্ষরে অক্ষরে পালন করব’’, কাউন্সিলর হিসেবে শপথ নিয়ে একথা বললেন ফিরহাদ হাকিম (firhad hakim says he will follow mamata banerjee direction for development of kolkata) । তিনি বলেন, ‘‘মেয়র পদে শপথ নেওয়ার দিন আগামী পাঁচ বছরে আমাদের কী দৃষ্টিভঙ্গি, তা স্পষ্ট করব । সময় বেঁধে কাজ হবে কলকাতা পৌরনিগমে । মুখ্যমন্ত্রীর নির্দেশে পেশ করা হবে রিপোর্ট কার্ড । মানুষের সমস্যা শোনার জন্য আগের মতোই চলবে টক টু মেয়র অনুষ্ঠান ।’’ এদিন ববি হাকিম ছাড়াও কাউন্সিলর হিসেবে শাসক ও নির্দল নিয়ে 127 জন শপথ নেন । বাকিদের শপথ আগামী সোমবার ৷ এদিন বিরোধী কোনও কাউন্সিলর শপথ নেননি ৷