বাজেয়াপ্ত সাড়ে তিন লাখ টাকার বাজি, গ্রেপ্তার ব্যবসায়ী - দুর্গাপুরের খবর
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9506270-23-9506270-1605050557982.jpg)
পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার পুলিশ প্রায় সাড়ে 3 লাখ টাকার বাজি বাজেয়াপ্ত করল পানাগড় বাজার থেকে । বাজি ব্যাবসায়ী তোতন রায়কে গ্রেপ্তার করে পুলিশ । হাইকোর্টের নির্দেশিকা রয়েছে, এবার কালীপুজোয় আতসবাজি ব্যবহার করা যাবে না । আর এই নিয়েই এবার কড়া পুলিশ প্রশাসন ৷