Rishra Fire Incident: রিষড়া জুটমিলে আগুন, ভস্মীভূত লক্ষাধিক টাকার পাট - Rishra
🎬 Watch Now: Feature Video
রিষড়া ওয়েলিংটন জুটমিলে আগুন । গতকাল প্রায় রাত ন'টা নাগাদ মিলের গোডাউনে আগুন লাগে । ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । ভস্মীভূত লক্ষাধিক টাকার পাট । যদিও, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি । দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের কারণেই এই আগুন লাগে । ঘটনাস্থলে পৌঁছায় রিষড়া থানার পুলিশ । দমকলের তরফে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে । জুটমিল কর্তৃপক্ষ বিষয়টি নজরে রেখেছে । এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ৷