বৃষ্টি ভিজে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মদ কিনে মিলল সংবর্ধনা ! - মদ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7060543-thumbnail-3x2-liq.jpg)
দুপুর থেকে বৃষ্টি ভিজে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মদ কিনে সংবর্ধনা মিলল । মদের বোতল নিয়ে দোকান থেকে বের হতেই ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হল প্রথম ক্রেতাকে । সঙ্গে দেওয়া হল আপেল, শসা, জলের বোতল । নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে মদ কিনে সংবর্ধনা পেলেন মানিক দাস । টানা ৪০ দিন পর মদ পেয়ে বেজায় খুশি রায়কতপাড়ার এই বাসিন্দা ।