ভারী বৃষ্টিতে জল বাড়ছে কোচবিহারের বিভিন্ন নদীতে - cooch behar river
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12310684-thumbnail-3x2-cb.jpg)
রাতভর ভারী বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছে কোচবিহার জেলার বিভিন্ন নদীতে । জলঢাকা, মানসাই নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করা হয়েছে । জল বাড়তে শুরু করেছে তোর্ষা, কালজান্নি, রায়ডাক, সংকোষ নদীতে । ইতিমধ্যে তোর্ষা নদীতে ফাঁসিরঘাট বন্ধ করে দেওয়া হয়েছে । ইতিমধ্যে তোর্ষা নদীর জল নদী তীরবর্তী গ্রাম গুলিতে ঢুকে বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে । কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেছেন, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে ।