কৃষক ধরনা মঞ্চ নয়, ওগুলো দালাল মঞ্চ : রাহুল সিনহা - কৃষক ধরনা মঞ্চ
🎬 Watch Now: Feature Video
কৃষক ধরনা মঞ্চ কিছু না, ওগুলো দালাল মঞ্চ । কৃষকদের আইন পাশ হলে দালালরাজ শেষ হয়ে যাবে । দালালদের হাতে কিছুই থাকবে না । তাই তাঁরা কৃষকের নামে আন্দোলন করছেন, তার প্রমাণ পাবেন তিন মাস পর । ভারতীয় জনতা পার্টি জিতবে কৃষকের ভোটে । নদিয়ার কালিগঞ্জ থানা এলাকায় চাল সংগ্রহের কার্যক্রমে এসে কৃষক আন্দোলনকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা ।