ফসলের দাম পাচ্ছেন না তাই আত্মহত্যা করছেন কৃষকরা : সূর্যকান্ত - CPIM
🎬 Watch Now: Feature Video
আজ অমরপুর ফুটবল মাঠে হুগলি জেলা CPI(M)-এর তরফে এক সভার আয়োজন করা হয় ৷ সেখানে ছিলেন CPI(M) রাজ্য সম্পদক সূর্যকান্ত মিশ্র ৷ বলেন, "নির্বাচনের আগে মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম ৷ পারিনি ৷ নরেন্দ্র মোদি অনেক বেশি আসনে লোকসভা ভোটে জিতেছেন । কিন্তু 56 শতাংশ মানুষ তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন । কৃষক ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না । ধান, আলু কোনও কিছুর দাম পাচ্ছেন না তাঁরা । ঋণ শোধ করতে পারছেন না । কৃষক আত্মহত্যা করছেন অথচ ফসলের দাম পাচ্ছেন না । ফসলের দাম না পেলে কৃষকরা চাষ করবে কেন ?" দেখুন ভিডিয়ো...