কোরোনা এক্সপ্রেস : সেদিন ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী - mamata banerjee
🎬 Watch Now: Feature Video
'কোরোনা এক্সপ্রেস' নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর । সম্প্রতি অমিত শাহ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়, এই কোরোনা এক্সপ্রেসের মন্তব্য়ই আপনার ক্ষমতা থেকে যাওয়ার পথ প্রশস্ত করবে।" এর পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি বলেননি । মানুষ বলেছে কোরোনা এক্সপ্রেস । মুখ্য়মন্ত্রীর এই জবাব সামনে আসার পর ফের বিতর্ক শুরু হয়েছে । কারও মতে, মুখ্যমন্ত্রী মানুষের কথাই বলেছেন । আবার অনেকে বলছে, 'কোরোনা এক্সপ্রেস' নিয়ে অমিত শাহকে জবাব দিতে গিয়ে গতকাল মুখ্যমন্ত্রী যা বলেছেন তা সত্য নয় । প্রসঙ্গত, গতমাসের 29 তারিখ নবান্নে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে 'কোরোনা এক্সপ্রেস' প্রসঙ্গ শোনা যায় । সেদিন ঠিক কী বলেছিলেন তিনি ? গতকালই বা কী বললেন, দেখুন ভিডিয়োয়...
Last Updated : Jun 11, 2020, 4:11 PM IST