চাকরি না পেয়ে আমরণ অনশনের হুমকি প্রাক্তন কেএলও লিংকম্যানদের - প্রাক্তন কেএলও লিংকম্যান
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10291182-thumbnail-3x2-lll.jpg)
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও চাকরি না পেয়ে আমরণ অনশনের সিদ্ধান্ত নিলেন আত্মসমর্পণকারী কেএলও লিংকম্যানরা । আজ জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখিয়ে এই হুঁশিয়ারি দিলেন তাঁরা । মঙ্গলবার প্রাক্তন কেএলও লিংকম্যানরা জানান, গত 15 জানুয়ারি চাকরির দাবিতে পুলিশ সুপার ও জেলাশাসককে লিখিত আবেদন করেছেন । এটাই শেষবার । 19 জানুয়ারির মধ্যে তাঁদের চাকরির বিষয়ে প্রশাসনিক উদ্যোগ না নেওয়া হলে জেলা প্রশাসনিক ভবন চত্বরে আমরণ অনশন শুরু করবেন তাঁরা ।