কুলতলির গোপালগঞ্জে মাতলা নদীর বাঁধে ভাঙন - গোপালগঞ্জ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11901104-696-11901104-1622002183392.jpg)
ঘূর্ণিঝড় যশের দাপটে প্রবল জলোচ্ছ্বাসে মাতলা নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে ৷ কুলতলি ব্লকের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বনঘেরি এলাকায় নদীর বাঁধে ওই ভাঙন দেখা দেওয়ায় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন ৷ জলস্তর বাড়লেই নদীর জল গ্রামে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ প্রসঙ্গত, আমফানের সময় দেউলবাড়িতে মাতলা নদীর আড়াই কিলোমিটার বাঁধ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল ৷