গরুবাথানে হাতির হানা, নষ্ট হল ভুট্টার ক্ষেত - গরুবাথানে হাতির হানা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 18, 2021, 9:36 AM IST

সকাল থেকে রাত পর্যন্ত গ্রামের মধ্যে দাপালো দলছুট হাতি । নষ্ট করল বিস্তীর্ণ ভুট্টার ক্ষেত । ঘটনায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা । বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার গরুবাথান 3 নম্বর ব্লকের গরুবাথানটার গ্রামে । বৃহস্পতিবার সকালে নেওরাভ্যালি বনাঞ্চল থেকে মাল নদী পার করে দলছুট একটি পূর্ণবয়স্ক হাতি গরুবাথানটার গ্রামে ঢুকে পরে । সেখানে গিয়ে দাপিয়ে বেড়ায় ভুট্টার ক্ষেতে । প্রাণ ভয়ে গ্রামবাসীরা বাড়িঘর ছেড়ে নিরাপদ দূরত্বে চলে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গরুবাথান পুলিশ-সহ মালবাজার ওয়াইল্ড লাইফ স্কোয়াড টিম নেওরা রেঞ্জের বন আধিকারিক ও কর্মীরা । পুলিশ ও বনকর্মীদের 40 জনের দল সকাল থেকে রাত পর্যন্ত চেষ্টা করেও জঙ্গলে ফেরানো যায়নি হাতিটিকে । তবে গ্রামবাসীদের সুরক্ষায় হাতিটিকে ঘিরে রেখেছেন বনকর্মীরা । এরই মধ্যে হাতিটিকে বনে ফেরানোর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানান নেওরাভ্যালি রেঞ্জের ফরেস্ট রেঞ্জার বিকাশ দর্জি ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.