মাদারিহাটে দিনভর তাণ্ডব দাঁতালের

By

Published : Nov 13, 2019, 5:38 PM IST

thumbnail

আজ সকালে মাদারিহাট ব্লকের ছেকামারির লোকালয়ে আচমকাই একটি দাঁতাল হাতি ঢুকে পড়ে ৷ দিনভর দাঁতালটি লোকালয়ে দাপিয়ে বেড়ায় ৷ হামলায় খেতের ফসল, সুপারি গাছ নষ্ট হয়েছে ৷ দাঁতালটিকে তাড়াতে খবর দেওয়া হয় বনদপ্তরকে ৷ ঘণ্টাদুয়েক পর এসে পৌঁছান বনকর্মীরা ৷ আপাতত হাতিটি ছেকামারি গ্ৰামের পাশের জঙ্গলে আশ্রয় নিয়েছে ৷ জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO কুমার বিমল জানান, দাঁতাল হাতিটিকে নজরে রাখা হয়েছে ৷ সন্ধ্যায় সেটিকে জঙ্গলে ফেরত পাঠানো হবে।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.