Dinhata Election: রাত পোহালেই দিনহাটায় উপনির্বাচন, ব্যস্ত ভোটকর্মীরা - Dinhata College
🎬 Watch Now: Feature Video
রাত পোহালেই দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তাই শুক্রবার সকাল থেকেই ভোটের সরঞ্জাম নিতে ব্যস্ততা ভোটকর্মীদের। এদিন সকালে দিনহাটা বিধানসভা কেন্দ্রের ভোটের সরঞ্জাম বিতরণ কেন্দ্র দিনহাটা কলেজে হাজির হন ভোটকর্মীরা। ভোটকর্মীরা জানান, সব ঠিকই আছে। আগে গন্ডগোল হলেও এবার ভোটের দিন অশান্তি হবে কি না তা নিয়ে ধন্দ্বে রয়েছি। আগামিকাল শনিবার দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ মোট বুথের সংখ্যা 417টি। এই বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছে 2 লক্ষ 98 হাজার 80 জন। এরমধ্যে পুরুষ ভোটার 1 লক্ষ 53 হাজার 924 জন। মহিলা ভোটার 1 লক্ষ 44 হাজার 156 জন। বিধানসভা কেন্দ্রের 51টি বুথকে স্পর্শকাতর এবং 102টি বুথকে অতিস্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। এছাড়া 136 জন পুলিশ অফিসার-সহ 930 জন রাজ্য পুলিশের কর্মী রয়েছে। সবমিলিয়ে নির্বিঘ্নে উপনির্বাচন সম্পন্ন করতে সবধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।