শিক্ষামন্ত্রী ব্যর্থ, সমালোচনা অস্থায়ী কলেজ কর্মীদের - উত্তরকন্যা অভিযান
🎬 Watch Now: Feature Video
রাজ্যজুড়ে কলেজে কর্মরত অস্থায়ী অশিক্ষক কর্মীরা স্থায়ী চাকরির দাবিতে উত্তরকন্যা অভিযান করলে তা আটকে দিল পুলিশ। বাধা পেয়ে রাস্তায় বসেই প্রতিবাদ জানান অস্থায়ী অশিক্ষক কর্মীরা। এরপর একটি প্রতিনিধিদল উত্তরকন্যায় গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্বারকলিপি জমা দেয়। অল বেঙ্গল কলেজ ক্যাজ়ুয়াল এমপ্লয়িজ় সংগঠনের রাজ্য সভাপতি মেহবুব লহেরি আলি বলেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্যর্থ। নেতা ও মন্ত্রীদের ছেলেমেয়েরা কলেজগুলিতে গেস্ট লেকচারার বলেই তাঁদের স্থায়ীকরণের ঘোষণা করা হয়েছে। অথচ কলেজে কলেজে সামান্য বেতনে অস্থায়ী কর্মীরাই যাবতীয় কাজ করেন।