"DVC দুর্গাপুর ব্যারেজের সঙ্গে সমন্বয় রক্ষা করছে" - DVC is maintaining coordination with Durgapur Barrage
🎬 Watch Now: Feature Video
গতকাল নবান্ন থেকে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী DVC - র জল ছাড়ার পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন । কিন্তু দুর্গাপুরে আজ রাজ্য সেচ দপ্তরের এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়র সঞ্জয় সিং স্পষ্ট জানান, "DVC তাদের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলেছে।" গতকাল দুর্গাপুর ব্যারেজ থেকে 35200 কিউসেক জল ছাড়া হয়েছিল ৷ আজ জল ছাড়ার পরিমাণ কমিয়ে করা হল 28800 কিউসেক ।