প্রশাসনের তরফে দত্তপুকুর বাজার স্যানিটাইজ করা হল - দত্তপুকুর বাজার স্যানিটাইজ করা হল
🎬 Watch Now: Feature Video
উত্তর 24 পরগনা জেলাজুড়ে যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়েছে তাতে উদ্বিগ্ন প্রশাসন ৷ তাই বারাসত 1 ব্লকের দত্তপুকুর থানার পক্ষ থেকে দত্তপুকুরের সমগ্র বাজার সহ দোকান ও রাস্তা স্যানিটাইজ করা হল আজ ৷ এর পাশাপাশি মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হচ্ছে এবং বিনা প্রয়োজনে ঘর থেকে বেরোতে বারণ করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে ৷ মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে ৷