বাঁচানো গেল না ডলফিন , প্রশ্নের মুখে বনবিভাগ

By

Published : Nov 16, 2019, 3:35 PM IST

Updated : Dec 1, 2019, 1:53 AM IST

thumbnail
বাঁচানো গেল না ভূপতিনগরের নাশি খালে আটকে পড়া ডলফিনটিকে । শনিবার সকালে উদ্ধার করা হয় ডলফিনটির দেহ । নাশি খালে বুধবার বিকেলের একটি ডলফিন দেখা গেছিল । খবর দেওয়া হয় ভূপতিনগর থানায় । ভূপতিনগর থানা থেকে বনবিভাগকে খবর দেওয়া হয়েছিল । বিভাগীয় বনাধিকারিক সাগতা দাস বলেন, "গতকাল আমরা গিয়ে ডলফিনটিকে মূল সমুদ্রের দিকে 13 থেকে 15 কিলোমিটার নিয়ে গেছিলাম ৷ আজ আবার ফিরে চলে আসে ডলফিনটি ৷ আসলে খালগুলিতে অনেক জাল বসানো আছে এবং নোংরা জল ৷ তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট করে সব বলা যাবে ৷ " তবে স্থানীয় বনবিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে ৷
Last Updated : Dec 1, 2019, 1:53 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.