4 লাখ মাটির প্রদীপে দীপাবলি উদযাপন IIT-তে - আইআইটি খড়গপুর দীপাবলি
🎬 Watch Now: Feature Video
চন্দ্র অভিযান থেকে বিদ্যাসাগরের জন্মদিন ৷ কোথাও আবার সেনাদের বলিদান ৷ সব ঘটনাই ফুটে উঠেছে প্রদীপের আলোকসজ্জার মাধ্যমে ৷ খড়গপুর IIT ক্যাম্পাসে এভাবেই দীপাবলির আনন্দে মাতলেন পড়ুয়ারা ৷ ছিল প্রতিযোগিতা ৷ ভিড় জমালেন অসংখ্য দর্শক৷