নর্দমার বেহাল দশা দেখে ক্ষুব্ধ জেলাশাসক - নর্দমার বেহাল দশা দেখে ক্ষুব্ধ নিখিল নির্মল
🎬 Watch Now: Feature Video
বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করতে যান জেলাশাসক নিখিল নির্মল ৷ শহরের নেপালিপাড়া এলাকায় পরিদর্শন করেন ৷ ওই এলাকায় অপরিষ্কার নর্দমা, প্লাস্টিকে ভরতি, অপরিষ্কার, ভাঙা নর্দমা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷ পৌরসভাকে নর্দমাগুলি সংস্কার ও দ্রুত পরিষ্কারের নির্দেশ দেন ৷ এছাড়া, ডেঙ্গির বিষয়ে জানান, ডেঙ্গি মোকাবিলায় বালুরঘাট পৌরসভা ভালো কাজ করেছে ।