আসল খেলাটা এবার হবে : দিলীপ - "তৃণমূল দলটাই উঠে যাবে": উপহাস দিলীপের
🎬 Watch Now: Feature Video
একের পর এক তৃণমূল নেতার বিজেপিতে যোগদান প্রসঙ্গে আজ দিলীপ ঘোষ বলেন,"এই দলটাই আর থাকবে না ৷ 15 ফেব্রুয়ারির মধ্যে দল ছাড়ার স্রোত লেগে যাবে ৷ ভদ্রলোকেরা কোনওভাবেই ওই দলে থাকতে পারবে না ৷" মঙ্গলকোটের ঘটনার প্রেক্ষিতে অনুব্রত মণ্ডল বিজেপি কর্মীদের মেরে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন ৷ সেই প্রসঙ্গে তিনি বলেন,,"খেলা হবে ৷ আসল খেলাটা এবার হবে ৷ আর এমন খেলা হবে, ওরা স্টেডিয়ামে বসে দেখবে ৷ " সম্প্রতি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে বিজেপিতে যোগদান করেছেন ৷ এবিষযে তিনি বলেন,"সারা দেশে এখন পরিবর্তনের হাওয়া ৷ বিশেষ করে পশ্চিমবঙ্গে ৷ মানুষ দেখছে বিজেপি সুশাসন করছে ৷ তাই বিজেপির দিকে আসছে ৷ আটকে রাখলে তো হবে না ৷ "