দিলীপ ঘোষ তো নিজেই ল ব্রেকার, এনকাউন্টার প্রসঙ্গে কটাক্ষ কল্যাণের - শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7988979-thumbnail-3x2-klb.jpg)
দিলীপ ঘোষ এনকাউন্টারে বিশ্বাসী, ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না। এভাবেই কটাক্ষ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরে দলীয় কর্মসূচিতে এসে তিনি আরও বলেন, BJP পার্টি এনকাউন্টারে বিশ্বাসী। কীভাবে মানবাধিকার লঙ্ঘন করতে হয় সেটা BJP-র কাছে শিখতে হবে। BJP এটাতে পারদর্শী।