তিন IPS অফিসার আত্মগ্লানি থেকে বেঁচে গেলেন : দিলীপ - তিনজন আইপিএস অফিসার-কে বদলি
🎬 Watch Now: Feature Video
"ওই তিন অফিসার আত্মগ্লানি থেকে বেঁচে গিয়েছেন । অনেক অফিসার আগেই ডেপুটেশনে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন । কিন্তু তাঁদের যেতে দেওয়া হয়নি । আইপিএস, আইইএস অফিসারদের ডাকার অধিকার আছে কেন্দ্রের । তাই যা হওয়ার ছিল সেটাই হয়েছে ।" তিনজন আইপিএস অফিসার-কে বদলির প্রসঙ্গে বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।