কর্মীদের উপর ঢিল, পাটকেল পড়লে বাড়িতে ঢুকে মারব; হুঁশিয়ারি দিলীপের - রাজনীতি সংক্রান্ত খবর
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9670960-thumbnail-3x2-dilip.jpg)
"দলীয় কর্মী-সমর্থকদের একজনের উপর ঢিল, পাটকেল পড়লে বাড়িতে ঢুকে মারব ৷ টেনে নিয়ে এসে রাস্তার মাঝখানে মারব । ফিরেও যেতে দেব না ৷" মুর্শিদাবাদের সৈয়দাবাদে চা চক্রে যোগ দিয়ে বিরোধীদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের ৷ তিনি আরও বলেন, "তৃণমূল বনধকে সমর্থন করছে কেন, কারণ মহাজোটের দিকে যাচ্ছে ৷ আমরা যেমন দিল্লিতে, বিহারে মহাজোটকে হারিয়েছি, এখানেও হারাব ৷ "