"দম থাকলে আগামী নির্বাচনে জিতে দেখান," অনুব্রতকে চ্যালেঞ্জ দিলীপের - Dilip Ghosh attacks Anubrata
🎬 Watch Now: Feature Video
সিউড়িতে চায়ে পে চর্চায় CPI(M)-কংগ্রেসকে "ল্যাঙড়া -অন্ধ" বলে কটাক্ষ দিলীপ ঘোষের ৷ বলেন, "একজন অন্যজনের কাঁধে হাত দিয়ে রাস্তা পারাপারের চেষ্টা করছে ৷" পাশাপাশি তৃণমূলকে আক্রমণ করে বলেন, "পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে ৷ যদি হিম্মত থাকত 118টি পৌরসভার নির্বাচন বাকি রয়েছে, সেগুলি করিয়ে দিত ৷ " পাশাপাশি অনুব্রত মণ্ডলকে চ্যালেঞ্জ ছুড়ে BJP-র রাজ্য সভাপতি বলেন, "দম থাকলে আগামী ইলেকশনে জিতে দেখান ৷ আমি বীরভূমে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে যাচ্ছি, ওদের খাতা খোলারও সমস্যা করে দেব ৷ কে ঢাক বাজাবে, কে ধামসা বাজাবে সময় এলে দেখতে পাবেন ৷ "