"যেখানে দাঁড়াবে সেখানে হারাব", জ্যোতিপ্রিয়কে চ্যালেঞ্জ দিলীপের - জ্যোতিপ্রিয় মল্লিক
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9555846-thumbnail-3x2-wb-pic.jpg)
"অনেক ডায়ালগ ঠান্ডা ঘরে বসে দেওয়া যাবে । এই যে চাল চুরি হচ্ছে । দেড়শো ট্রাক গম যাচ্ছিল বাংলাদেশে, তার কাটমানি কার কাছে যায় ! লোক জানে না ? অনেক বোকা বানিয়েছেন । উনি কোথায় দাঁড়াবেন ঠিক করে নিন । দাঁড়িয়ে থেকে গো হারা হারাব। আমি জ্যোতিপ্রিয়কে এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যেখানে দাঁড়াবে সেখানে হারাব আমরা ।" আজ সকালে বারাসতে পরপর দু'টি চায়ে পে চর্চা কর্মসূচিতে যোগ দিয়ে এবাবেই তৃণমূল নেতা ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জবাব দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এর আগে 30 অক্টোবর হাবড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, "আমি শিক্ষিত মানুষ । আমি উত্তর দেব তাকেই যে সঠিক উত্তর চায়। দিলীপ বেসিক্যালি পাগল যাকে BJP-র রাজ্য সভাপতি করা হয়েছে । নাড্ডার উচিত দিলীপকে নিয়ে গিয়ে ইমিডিয়েট চিকিৎসা করানো । হয় পাগলা গারদে রাঁচিতে পাঠানো না হয় সুচিকিৎসা করানো উচিত ।"