"মুসলমান ভোট আপনার জমিদারি নাকি", মমতাকে প্রশ্ন দিলীপের - দিদির হার্টবিট বেড়ে গিয়েছে
🎬 Watch Now: Feature Video
আজ মগরাহাটের মুলটিতে কৃষি আইনের সমর্থনে সভার আয়োজন করে বিজেপি । এই সভায় যোগ দিয়ে রাজ্য সরকারের সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "এই কটা পুলিশ আছে, তাই চিংড়ি মাছের মতো লাফাচ্ছে। পরে কাউকেই খুঁজে পাওয়া যাবে না। বহু লোককে সিধে করেছি আমরা। বিহার, উত্তরপ্রদেশের বড় বড় মাফিয়া গুন্ডারা এখন কোথায় ? হয় জেলে না হয় বিহার, উত্তরপ্রদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তারা এখন দিদির ছাতায় এসে চমকাচ্ছে। সবাইকে দেখে নেব।" ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী আজ নতুন দলও ঘোষণা করেছেন । সেই প্রসঙ্গে তিনি বলেন, "আব্বাস সিদ্দিকী দল করছে। তাতে নাকি দিদির হার্টবিট বেড়ে গিয়েছে । সুগার বেড়ে যাচ্ছে । দিদি, মুসলমান ভোট আপনার জমিদারি নাকি!"