ভাইদের কাছে অনুপ্রেরণা দিদি, দিদির অনুপ্রেরণা লালু : দিলীপ - ভাইদের কাছে অনুপ্রেরণা দিদি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9766802-thumbnail-3x2-dd.jpg)
দিদি বলেছে লালুপ্রসাদের মতো জেলে ঢুকিয়ে দিলেও জেল থেকে সরকার করব। দিদির অনুপ্রেরণা লালুপ্রসাদ ৷ জেল থেকে ভোটে জিতে লালুপ্রসাদের মতন সরকার গড়তে চান ৷ শুক্রবার চাঁপদানীতে বিজেপির যোগদান মেলায় এসে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্যে বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ আরও বলেন, "একজন খোকাবাবু আছেন। কোলে চড়ে এমপি হয়েছেন। তিনি বলছেন দীলিপ ঘোষ গুন্ডা। ভয় করছে দেখে? লোকের টাকা পয়সা ঝাড়লে ভয় করে। ভাইদের কাছে অনুপ্রেরণা দিদি আর দিদির অনুপ্রেরণা লালুপ্রসাদ।"