"জয়শ্রীরাম" না বলায় ওঠ-বোস, 'সাজানো' ভিডিয়ো তৃণমূলের ! - BJP
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3447250-thumbnail-3x2-viral-video.jpg)
"জয়শ্রীরাম" না বলায় এক ব্যক্তিকে কান ধরে ওঠ-বোস ও মারধরের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই উত্তেজনা ছড়ায় কোচবিহারে । ওই ভিডিয়োটি তৃণমূলের 'সাজানো' বলে দাবি BJP-র । কোচবিহারের বক্সিরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছে তারা । দলীয় নেতৃত্বের দাবি, ভিডিয়োয় যে ব্যক্তি কান ধরে ওঠ-বোস করছেন এবং তাঁকে যিনি মারধর করছেন, দু'জনেই ধলপল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা । দু'জনেই তৃণমূল কর্মী । BJP-কে কালিমালিপ্ত করতেই তৃণমূল একাজ করেছে । BJP-র অভিযোগ নিয়ে তৃণমূল নেতৃত্ব কোনও মন্তব্য করতে চায়নি ।