আগামী দু'দিন শহরে মানুষকে শেল্টারেই থাকার অনুরোধ দেবাশিস কুমারের - কলকাতা পুরনিগম
🎬 Watch Now: Feature Video
সাইক্লোন যশ নিয়ে দেবাশিস কুমারের ইটিভি ভারতকে জানালেন, সাইক্লোন যশের বিপদ আপাতত কেটে গিয়েছে ৷ তবে তারপরও শেল্টারে আশ্রিত মানুষজনকে তিনি আগামী দু'দিন বাড়ি না যাওয়ার অনুরোধ জানালেন ৷ কারণ যশের প্রভাব আপাতভাবে কেটে গিয়েছে দেখালেও সতর্কতা হিসাবে তিনি এই অনুরোধ জানান মানুষকে ৷ পাশাপাশি জানান, এদিন শহরে 14টি গাছ ঝড়ে পড়ে যায় ৷ তবে সেগুলি ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে ৷ মোটের উপর শহরের জনজীবন খুব একটা ব্যাহত হয়নি ৷