রাজ্যে আছড়ে পড়ল আমফান, তাণ্ডবের খণ্ডচিত্র - সাইক্লোন আমফান
🎬 Watch Now: Feature Video
দুপুর আড়াইটার সময় রাজ্যে আছড়ে পরে সাইক্লোন আমফান ৷ ঘণ্টায় প্রায় 190 কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গে তাণ্ডব চালায় আমফান ৷ দীর্ঘ সময়ের এই তাণ্ডবে ব্যeপক ক্ষয়ক্ষতির সম্ভবনা রাজ্য়ে ৷ এক ঝলকে তাণ্ডবের খণ্ডচিত্র ৷