Durgapur Cyber Crime : মোবাইল রিচার্জের লিঙ্কে ক্লিক করতেই গায়েব টাকা, দুর্গাপুরে সাইবার প্রতারণা - durgapur cyber crime news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14330832-thumbnail-3x2-cyber.jpg)
ফোনে হঠাৎ দু‘টি মেসেজ আসে রবিবার ৷ তাতে লেখা, আপনার বিএসএনএল সিম ইনভ্যালিড হয়ে গিয়েছে ৷ 10 টাকার রিচার্জ করলেই তা ফের চালু হয়ে যাবে ৷ এরপরই একটি রিচার্জ লিঙ্ক দেওয়া হয় ৷ সেই লিঙ্কে ক্লিক করতেই দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে দফায় দফায় মোট 64 হাজার টাকা গায়েব ৷ এভাবেই প্রতারণার শিকার দুর্গাপুর (Durgapur News) সিটি সেন্টারের অলোককুমার চট্টরাজ নামে এক অবসরপ্রাপ্ত বেসরকারি কর্মী ৷ সোমবার দুর্গাপুর সাইবার সেল, থানা এবং দু‘টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও লিখিত অভিযোগ দায়ের করা হয় (Durgapur Cyber Crime News)। তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ এবং সাইবার সেল ।