ম়ৃত্যুমিছিলেও করোনা বিধি শিকেয় ! উপচে পড়া ভিড় বেনাচিতি বাজারে - corona outbreak
🎬 Watch Now: Feature Video
করোনায় বিশ্বব্যাপী মৃত্যুমিছিলের পরও হেলদোল নেই দুর্গাপুরে বেনাচিতি বাজারে । রবিবারের সন্ধ্যায় বাজার করতে আসা মানুষের ভিড় যেন প্রশ্ন তুলছে, করোনা কারে কয় । চিকিৎসকরা বলছেন, সরকার যতই পদক্ষেপ করুক, সাধারণ মানুষ সচেতন না হলে করোনা মোকাবিলা অসম্ভব ৷ সেখানে এত মানুষের ভিড় করোনা সচেতনতা নিয়ে প্রশ্ন তুলে দিল ৷